বিয়ানীবাজার প্রতিনিধি : বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন বিয়ানীবাজার উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন ও বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মুহাম্মদ শরফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসেন আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তপন জ্যোতি ভট্টাচার্জ (MT-EPI) ও বিশেষ অতিথি হিসেবে নুরুল আলম (স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ) বক্তব্য প্রদান করেন। অধিবেশনের শুরুতে আব্দুল কাদির কোরআন তেলাওয়াত করেন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন মৌ রানী দাস। সভায় মুহাম্মদ আশরাফুল হক, সেলিনা বেগম, আব্দুল কাদির, সবুজ বিশ্বাস, জুমেরা বেগম, তুফায়েল আহমদ চৌধুরী বক্তব্য রাখেন।
উপস্থিত কন্ঠভোটে ২০২৪-২০২৭ বর্ষের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। পরিষদের সভাপতি হিসেবে পুনরায় মুহাম্মদ শরফ উদ্দিন, সাধারণ সম্পাদক পুনরায় হোসেন আহমদ এবং সাংগঠনিক সম্পাদক পুনরায় মুহাম্মদ আশরাফুল হক নির্বাচিত হয়েছেন।
এসময় ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি আ.হ.ম সাইফুল্লাহ, সহ-সভাপতি জুমেরা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক তুফায়েল আহমদ চৌধুরী ও সরওয়ার আহমদ মামুন, অর্থ সম্পাদক সবুজ বিশ্বাস, দপ্তর সম্পাদক সজল দাস, মহিলা সম্পাদিকা মোছা: সেলিনা বেগম, সহ-মহিলা সম্পাদিকা প্রিয়া কর্মকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিকাশ চক্রবর্তী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুজন কুমান চন্দ নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মো: আব্দুল কাদির, তুফায়েল আহমদ নির্বাচিত হন।