জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে জকিগঞ্জ পাবলিক লাইব্রেরি পাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ও জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উড্ডয়নের মাধ্যমে বিজয় দিবসের বিভিন্ন আয়োজন উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, সমবায় কর্মকর্তা ফখর উদ্দিন, পল্লীবিদ্যুতের ডিজিএম মোতাছিম বিল্লাহ, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, নির্বাহী সদস্য আহমদ হোসাইন আইমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির সংগঠক রেদোয়ান রাফি, প্রতিনিধি ওযাসিম আকরাম, সাজু আহমদ, জুবেদ মোহাম্মদ প্রমুখ।
উপজেলা পরিষদ প্রাঙ্গন জুড়ে উপজেলা প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি সহ বিভিন্ন দপ্তরের স্টলে নানা প্রকার পণ্য ও চিত্র প্রদর্শনী করা হয়।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে মিছিল সহকারে বিএনপি নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবাসী শরীফ লস্কর, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ তাপাদার, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাসান আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।