সিলেটে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত


গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সিলেটে স্থানীয় অংশীজনদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভাটি রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি তার বক্তব্যে বলেন, “গ্রাম আদালতের সেবা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হলে ব্যাপক প্রচার-প্রচারণার প্রয়োজন। সাধারণ মানুষের কাছে সেবার মান উন্নত করতে হবে, যাতে তারা সন্তুষ্ট থাকে।”

সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব সুবর্ণা সরকার। তিনি গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে অংশীজনদের ভূমিকার ওপর আলোকপাত করেন। সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব শওকত হাসান।

সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন। তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করতে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে আলোচনা করেন। উপস্থিত অতিথিরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের মাধ্যমে গ্রাম আদালত কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন