পূর্ব ঘোষনা ছাড়া জকিগঞ্জ রোডে বাস চলাচল বন্ধ : দূর্ভোগে যাত্রীরা

জকিগঞ্জ  প্রতিনিধি  : 
হঠাৎ করে পূর্ব ঘোষনা ছাড়া সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। গত রোববার বাস চাপায় স্কুল ছাত্র নিহতের ঘটনায় বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য জকিগঞ্জের সকল সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ জরুরী কাজে যাতায়াতকারী ব্যক্তিরা।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে বলে পরিবহন শ্রমিক ও যাত্রীরা জানিয়েছেন।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, আমাদের বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে বাস ভাঙচুর করা ও পুড়ানো সন্ত্রাসী কাজ। আমরা এর বিচার চাই। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের চালক বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়েরের আবেদন করেছেন। আমাদের অন্তত ৪টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর প্রতিবাদে ও নিরাপত্তার অভাবে আমাদের চালকরা আজ সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন। আজ রাতের মধ্যে প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত না করলে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুরো সিলেট জেলায় কর্মবিরতি পালন করবেন বাস চালক ও শ্রমিকরা। আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবে বাকি পরিবহন শ্রমিক সংগঠনগুলোও।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-মিনিবাস চলাচল করছে না বলে জানতে পেরেছি। বাসা ভাঙচুরের দাবি করে গতকাল রাতে হেলাল মিয়া নামের একজন লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেটি আমরা তদন্ত করে দেখছি। উপজেলা জুড়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধের বিষয়টি জেনে আমি ডিসি স্যারের সাথে যোগাযোগ করেছি। স্যার বিষয়টি নিরসনে উদ্যোগ নিয়েছেন। আশা করি দ্রুত বিষয়টির সমাধান হবে।

সাধারণ যাত্রীরা বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে তুচ্ছ যে কোন ঘটনার সুত্রধরে বাস মালিক ও শ্রমিকরা গাড়ি বন্ধ করে রাখে কিংবা ধর্মঘটের ডাক দিয়ে বসে। গতকালের ঘটনায় কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই আজ সকাল থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে। তারা কয়েকদিন পরপর পরিবহন শ্রমিকদের এমন নৈরাজ্য বন্ধে প্রশাসনের শক্ত হস্তক্ষেপ কামনা করে জকিগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে বিকল্প চিন্তার জন্য উদাত্ত আহবান জানান।

উল্লেখ্য, গত রবিবার বাসচাপায় জকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজর নবম শ্রেণির ছাত্র নিহত আবির আহমদ নিহত হয়েছেন। সে জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র পূত্র।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন