সিলেটের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে সিলেটের তিনজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাসহ মোট ৪১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের হলেন সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. জাহেদ হাসান,সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন,ও মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন।
পুলিশ সদর দফতর থেকে জারি করা আদেশে বলা হয়েছে, এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে এর আগে বদলি আদেশ হয়েছে এমন ৯ পুলিশ কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। তারা রোববার প্রকাশিত প্রজ্ঞাপন ভিওিতে নিজ নিজ পূর্ববর্তী কর্মস্থলে যোগদান করবেন।
বদলির তালিকা দেখতে এখানে ক্লিক করুন
সবুজ প্রান্ত/উবেদুল্লাহ তালুকদার