বড়লেখায় সীমান্তে চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার: পরিবারের অভিযোগ বিএসএফকে ঘিরে


মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের চা শ্রমিক গোপাল বাক্তি (৩৬) এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বিজিবি ও পুলিশ তার লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপাল বাক্তি ও আরও কয়েকজন শ্রমিক শনিবার সকালে পাথারিয়া পাহাড়ে বাঁশ কাটতে যান। রাতে বাড়ি না ফেরায় তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে। রবিবার ভোরে খবর পান, সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মাঝামাঝি জিরো লাইনে গোপালের লাশ পাওয়া গেছে।

গোপালের স্বজনদের অভিযোগ, গোপাল অসাবধানবশত সীমান্তের জিরো লাইনের কাছে গেলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে। নিহতের শরীরে গুলির দাগ পাওয়া গেছে। দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ জানান, গোপাল ও তার সঙ্গীরা পাহাড়ে বাঁশ কাটার সময় বিএসএফ গুলি চালায়, যার ফলে গোপাল নিহত হন। তার সঙ্গীরা আতঙ্কে পালিয়ে আসেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান জানান, স্থানীয় শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট হয়নি, তবে লাশে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ময়নাতদন্তের মাধ্যমে নিহতের মৃত্যুর সঠিক কারণ চূড়ান্তভাবে জানাবে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম জানান, দুর্গম এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে বিস্তারিত জানানো হবে।

উবেদুল্লাহ তালুকদার : সবুজ প্রান্ত ডটকম 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন