জকিগঞ্জে প্রশাসনের সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়াদি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম ও জকিগঞ্জ থানার নবাগত ওসি জহিরুল ইসলাম মুন্নার সাথে পৃথকভাবে মতবিনিময় করছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় কালে সাংবাদিক নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় ইউএনও আফসানা তাসলিমকে অভিনন্দন জানান এবং জকিগঞ্জে দায়িত্বপালন কালে তাঁর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ডেভেলপমেন্ট অফিসার ফেরদৌস জামান সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিও এমএ ফাত্তাহ। পরে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ জকিগঞ্জ থানার নবাগত ওসি জহিরুল ইসলাম মুন্নার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ওসি জহিরুল ইসলাম মুন্না পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। জবাবে সাংবাদিক নেতৃবৃন্দ জকিগঞ্জের সম্প্রীতি বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ,  সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, ক্রীড়া সম্পাদক লিমন তালুকদার, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর, নির্বাহী সদস্য আহমদ হোসাইন আইমান, ডা. হাবিবুল্লাহ মিসবাহ, আব্দুশ শহীদ শাকির, আজাদুর রহমান, জাকির আহমদ, সাইফুর রহমান, মাজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন