জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামী উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক ও কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সওদাগর সেলিমকে শনিবার দুপুর ১টার সময় কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন। সওদাগর সেলিমের বাড়ী জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের হরাইত্রিলোচন গ্রামে।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার সময় কালীগঞ্জ বাজারে সওদাগর সেলিমের মালিকানাধীন মার্কেট থেকে জকিগঞ্জ থানার এসআই আব্দুল আল মোমেন ও এসআই বাশারের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগ মামলা রয়েছে।