বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের কৃতি সন্তান মাহবুবুল আলম তোফায়েল। গত ১৭ ডিসেম্বর পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত প্যাডে কেন্দ্রীয় নির্বাহী সংসদের আংশিক কমিটির তালিকা প্রকাশিত হয়। এতে বড়লেখার সন্তান মাহবুবুল আলম তোফায়েলের নাম রয়েছে।
মাহবুবুল ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি নিষ্ঠার সাথে জেলার শাখার প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করেন। এর আগে প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ বিষয়ক ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন (বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ) এর সমন্বয়ক হিসাবে বিয়ানীবাজার সরকারী কলেজে দায়িত্ব পালন করেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।