শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে রহস্যময় উত্তেজনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা একের পর এক পোস্ট দিয়ে মানুষের মনে প্রশ্ন তুলেছেন—৩১ ডিসেম্বর কী ঘটবে? ফেসবুক পোস্টগুলোতে উঠে এসেছে বারবার একটি বাক্য: “Now or Never”।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে লিখেছেন, “Comrades, Now or Never।” সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আরও স্পষ্ট করে পোস্ট করেছেন, “Comrades, 31st DECEMBER! Now or Never!” আরেক সমন্বয়ক রিফাত রশিদ তার পোস্টে বলেছেন, “All eyes on 31st December, 2024. Now or Never!” মন্তব্যের ঘরে তিনি ইঙ্গিত দিয়েছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র” প্রকাশ করবে। তবে এই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। এর পাশাপাশি কেউ কেউ ধারণা করছেন, সেদিন শহীদ মিনার থেকে ছাত্র নেতৃত্বে পৃথক দুটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনার ইঙ্গিত দিচ্ছে।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার পোস্টে লিখেছেন, “এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশাআল্লাহ!” আর যুগ্ম আহ্বায়ক ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারা লিখেছেন, “শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, বিকাল ৩টা।”
রাত সাড়ে ৯ টার দিকে হাসনাত আবদুল্লাহ তার আরেকটি পোস্টে লেখেন, “এটা মুজিববাদের কবরের ঘোষণা।” এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে এর সমর্থন করেছেন, আবার অনেকেই এর বিরোধিতা করছেন।
সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইন ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। পোস্টগুলোর নিচে অসংখ্য মন্তব্য, শেয়ার এবং প্রতিক্রিয়া প্রমাণ করে যে মানুষ ৩১ ডিসেম্বরের অপেক্ষায় কতটা আগ্রহী। কেউ মনে করছেন, এটি দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। আবার অনেকে প্রশ্ন তুলছেন, আন্দোলনটি কি সত্যিই ইতিবাচক কোনো পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছে, নাকি এটি কেবলমাত্র একটি প্রতীকী কর্মসূচি?
৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঠিক কী ঘটবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এ দিনটি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে, তা নিয়ে কারও সন্দেহ নেই। সবার চোখ এখন সেই দিনের দিকে।