আগামী সোমবার ড.ইউনূসের সঙ্গে ২৮ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

আগামী সোমবার (৯ ডিসেম্বর) ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৮ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে ইইউভুক্ত ২৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন। এর মধ্যে ২০ জন অনাবাসী রাষ্ট্রদূত দিল্লি থেকে যোগ দেবেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম জানান, এ বৈঠকটি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, "সরকার প্রধানের সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রদূতদের এমন আলোচনা উদ্যোগ এবারই প্রথম।"

বৈঠকে বাংলাদেশ ও ইইউয়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন, জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং টেকসই ভবিষ্যতের গড়ার বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি, বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও খোলামেলা আলোচনা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন