মহান বিজয় দিবস উপলক্ষে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম-এর কর্মসূচি অনুষ্ঠিত


বিশ্বনাথ প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্বনাথ আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ফোরামের সভাপতি এম কাওছার আহমদের সভাপতিত্বে পৌর শহরের নতুন বাজারস্থ নিজস্ব অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র প্রবাসী গরিব-অসহায় কল্যাণ ফান্ডের চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল কালাম।

ফোরামের উপপরিচালক এম মুখতার হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইনকিলাব সভাপতি ও মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মুছন আলী, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম।

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের নির্বাহী পরিচালক মাওলানা জাকওয়ান আহমদ, সহপরিচালক সেবুল মিয়া, বিশ্বনাথ বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রমিক নেতা নুরুল ইসলাম, সংগীত পরিচালক ইসমাইল হোসাইন, ভিডিও ডিরেক্টর মো. আলী হুসেন, শিল্পী তানভীর হোসাইন, আরাফাত রহমান মুবারক, ইউসুফ আহমদ রাজন, রেজাউল করিম, মুহাইমিন ও তাহমীদ হাসান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন