দেশ জুড়ে ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর আগে জন্ম নেওয়া যেসব নাগরিক এখনও ভোটার হননি, তাঁদের নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার (০৯ ডিসেম্বর) ইসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের জন্য খসড়া ভোটার তালিকা আগামী ২ জানুয়ারি প্রকাশ করা হবে। এরপর ২ মার্চ পর্যন্ত তালিকা সংশোধনের জন্য সময় দেওয়া হবে।
ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন হয়। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে নাগরিকরা তাঁদের তথ্য যাচাই-বাছাই ও আপত্তি জানানোর সুযোগ পান।
ভোটার তালিকায় নাম না থাকলে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন, নতুন এনআইডি সংগ্রহ, এমনকি সরকারি বিভিন্ন সেবা পেতে অসুবিধায় পড়তে হয়। তাই নাগরিকদের দ্রুত নিবন্ধনের মাধ্যমে তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
সবুজ প্রান্ত/ উবেদুল্লাহ