জকিগঞ্জে বিএনপির সভায় ইকবাল আহমদ
জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেছেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তার ঘোষনায় বাংলার মুক্তিকামী মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধের সময ১১ নাম্বার সেক্টরে অসীম বীরত্ব নিযে সংগ্রাম করে আমাদের বিজয় এনেছিলেন। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার শেখ মুজিবুর রহমান ছাড়া আর কারো অবদানকে সহ্য করে পারে নাই। তারা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্ণেল এম এ জি ওসমানীর অবদানকেও মেনে নিতে পারেনি। তাঁকে কোনঠাসা করে রাখা হয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আমি জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান থাকাকালীন সময়ে উপজেলা পরিষদের এক সভায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার কারনে কিছু কুলাঙ্গার মুক্তিযোদ্ধা আমার বিরুদ্ধাচারণ করেছিল। তাদের আপত্তি ও বিভিন্ন দপ্তরে অভিযোগের কারনে বারবার আমাকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছিল। প্রত্যেকবারই আমি আদালতের মাধ্যমে লড়াই করে পদ ফিরে পেয়েছি। তাছাড়া দূর্ণীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তৎকালীন ইউএনও টিটন খীসা আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ষড়যন্ত্র করেছিল, দূর্ণীতিবাজ নেতাদেন দিয়ে আমাকে জেলে বন্দি করার হুমকি দিয়েছিল। তারপরও আমি আপোস করি নাই। সর্বদা দূর্ণীতির বিরুদ্ধে অবস্থান করেছিলাম। আজও দূর্ণীতির বিরুদ্ধে আছি। কোনো দূর্ণীতি আমরা কাউকে করতে দেব না। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ দূর্ণীতি করলে তার বিরুদ্ধে আমরা অবস্থান নিবো। বিএনপি নেতা ইকবাল আহমদ তাপাদার বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জকিগঞ্জ পৌরশহরের এম এ হক চত্তরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিএনপি নেতা ইকবাল আহমদ তাপাদার আরো বলেন, বর্তমানে আমি জনপ্রতিনিধি না হয়েও জকিগঞ্জে নদী ভাঙ্গন নিয়ে সরকারের উপদেষ্টাদের সাথে দেখা করে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে এসেছি। বাংলাদেশের মানচিত্র রক্ষায় জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি।
জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সুলতান আহমদ প্রমুখ।