স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিরঘাট গ্রামের মসজিদের ফান্ডে থাকা ১২ লাখ টাকা কীভাবে ব্যয় হবে তা নিয়ে শুক্রবার রাতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফান্ড ব্যবস্থাপনার বিষয় নিয়ে কালা মিয়া ও তৈয়ব আলীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
বিতর্ক শেষ না হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা শনিবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত একজনকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়া হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩০ জনকে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মসজিদের টাকা নিয়ে চলমান বিরোধই দু'পক্ষের সংঘর্ষের কারণ। তবে এর মূলে ছিল দুই পক্ষের দীর্ঘদিনের আধিপত্যের লড়াই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।