জকিগঞ্জ উপজেলার দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শাহনূর এম.এ মতিন চৌধুরী (রহ) শিক্ষা কল্যাণ ট্রাষ্টে'র বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় জকিগঞ্জ উপজেলার ৫০ টি দাখিল মাদরাসার ৫ম থেকে ১০ম শ্রেণি ও বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার ৬২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতি বছরের ন্যায় এবারও বৃত্তি পরীক্ষা ইছামতি কামিল মাদরাসা, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা ও রায়গ্রাম হাফিজিয়া মাদরাসা অনুষ্ঠিত হয়।
এদিকে, সকাল ১২টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ট্রাষ্টের চেয়ারম্যান হযরত শাহনূর এম.এ মতিন চৌধুরী (রহ)-এর ছাহেবজাদা সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা আলবাব আহমদ চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী শাহেদ আহমদ চৌধুরী, শাহনূর এম.এ মতিন চৌধুরী (রহ) শিক্ষা কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব মাওলানা ফখরুল ইসলাম।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন ইছামতি কামিল মাদরাসা সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ শামীম, ডা. তোফাজ্জল আলী মহিলা মাদরাসা সুপার মাওলানা মুহিবুর রহমান, সোনাপুর মাজহারুল উলমূ আলিম মাদরাসা'র অধ্যক্ষ মাওলানা কুতুবল আলম।
কক্ষ পর্যবেক্ষক এর দায়িত্বে ছিলেন ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা'র অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা'র অধ্যক্ষ মাওলানা এখলাসুর রহমান, রায়গ্রাম শাহনূর সেলিনা ইসলাম হাফিজিয়া মাদরাসা'র প্রধান শিক্ষক হাফিজ মাওলানা নিজাম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্ট পরিবারের সদস্য জাহেদ আহমদ চৌধুরী, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমদ সুমন, তাপাদার ডোর এন্ড কোম্পানির প্রোপাইটর মোহাম্মদ সেলিম উদ্দিন, সিনিয়র মেডিকেল রিপ্রেজেনটেটিভ আব্দুল বাছিত, নওয়াগ্রাম হযরত ফাতাশাহ হাফিজিয়া দাখিল মাদরাসা'র সুপার মাছুম আহমদ খান প্রমুখ।