সাংবাদিক আহসান হাবীব লায়েকের পিতার মৃত্যুবার্ষিকী আজ

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক প্রতিদিনের কাগজের জকিগঞ্জ প্রতিনিধি ও জকিগঞ্জের খবর নিউজ পোর্টালের  সম্পাদক সাংবাদিক আহসান হাবীব লায়েকের পিতা মরহুম ফয়জুর রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের আজকের এইদিনে  (৩ ডিসেম্বর) তিনি  মৃত্যুবরণ করেন।


মরহুম ফয়জুর রহমান জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সকড়া নোয়াবাড়ী এলাকার একটি সম্রান্ত মুসলিম পরিবারে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। তিনি এলাকার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মরহুম রশিদ আলীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়ে, স্ত্রীসহ অসংখ্য নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জকিগঞ্জ বাজারে মা এব্রোডারী এন্ড টেইলার্সের স্বত্বাধিকারী হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত সুনামের সাথে ব্যবসা করেছিলেন।


সাংবাদিক আহসান হাবীব লায়েক বলেন, আমার বাবা একজন অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী একজন ব্যক্তি ছিলেন। তাঁর চলাফেরা জীবন ছিলো সম্পূর্ণ ব্যতিক্রমী, মানুষের সাথে ছিলো বিনয়ী আচরণ, অল্প শিক্ষিত সহজ সরল মানুষ হয়েও কোরআন ও হাদিসের মৌলিক শিক্ষা, সততা, ন্যায় নিষ্ঠা ও হালাল হারাম বেছে চলার ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন। যিনি সারাটি জীবনে হয়তো নিজের কথা কখনো ভাবেননি। বাবা সন্তানের মাথার ওপর যার স্নেহচ্ছায়া বটবৃক্ষের মতো। সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে হয় তাঁকে। আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা তিনি। বাবার তুলনা বাবাই। তাই বাবার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারেন না সন্তান। আজকের এই দিনে পৃথিবীর সব বাবার প্রতি রইল বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন