বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে ইউনিয়নের দক্ষিণ হাজরাপাড়া, বরইআইল গ্রামের যাতায়াতের রাস্তা পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না। উপজেলা নির্বাহী অফিসার এলাকাবাসীর বিভিন্ন দাবি মনোযোগ সহকারে শোনেন এবং পালেশ্বরি খালের উপর একটি ব্রীজ নির্মাণের জন্য প্রশাসনের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) চারখাই ইউনিয়নের এ দুই গ্রাম পরিদর্শনকালে স্থানীয়রা গ্রামগুলোর চলাচলের রাস্তা মেরামত ও জরুরী সংস্কার এবং পালেশ্বরি খালের উপর দীর্ঘদিনের স্বপ্ন একটি ব্রীজ নির্মাণের দাবি জানালে তিনি স্থানীয় জনসাধারণের কল্যাণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় গ্রামবাসীও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, ইউপি সদস্য জাবেদ তাপাদার জাবু, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী প্রমুখ।