জকিগঞ্জ প্রতিনিধি : ঐতিহ্যবাহী বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক, আটগ্রাম নিবাসী প্রবীণ আলেমেদ্বীন অসংখ্য উলামায়ে কেরামের উস্তায হযরত মাওলানা আব্দুল আজিজ আটগ্রামী (৮৬) শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগাহী রেখে যান।
মরহুমকে শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় আটগ্রাম লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন সাবেক এমপি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
জানাযার পূর্বে গোটারগ্রাম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল বাছিতের পরিচালনায় মরহুমের জীবনের স্মৃতিচারণ করে সহকর্মী ও ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন চান্দগ্রাম ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, হাঁটুভাঙা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দিন, চান্দাইরপাড়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান চৌধুরী, রায়গ্রাম হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মো. নিজাম উদ্দিন, মানিকপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা মো. কয়েছ উদ্দিন খান।
মাও. আব্দুল আজিজ আটগ্রামী দীর্ঘদিন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। ফুলতলী মাদ্রাসায় তিনি (আটগ্রামী ছানী) হুজুর বলে ব্যাপক পরিচিত ছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও দারুল কিরাতের খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি অত্যান্ত পরহেজগার ও ভালো গুনের মানুষ ছিলেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।