সিলেটে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, ১০ মামলার আসামি


সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে নগরীর কাস্টঘর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিজিত চৌধুরীর বিরুদ্ধে সিলেট মহানগরের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।আগামীকাল (২৫ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন