বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে জকিগঞ্জ থেকে স্থান পেলেন যারা

জকিগঞ্জ প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটিতে স্থান পেয়েছেন জকিগঞ্জের ১৮ জন ছাত্রনেতা। এর মধ্যে ছাত্রনেতা রেদুয়ান আহমদ রাফিকে সংগঠক ও বাকি ১৭ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জকিগঞ্জের বাকী সদস্যরা হলেন, আলী হোসেন, আবু ওমর জুবের, মোঃ নাদিম, রাহাত ইসলাম, সাফওয়ান ইমরান, ইমরান হোসাইন, নাজিম আহমদ চৌধুরী, হাবিব তালুকদার, শিব্বির আহমদ, আহমদ আল মাহির, রিফাত আহমদ, আবু তানিম, তাহেরা, পুস্পিতা পিহু, জেরিন, নুসরাত জাহান নৌরিন প্রমুখ।

নবগঠিত জেলা কমিটির অন্যতম সংগঠক জকিগঞ্জের রেদুয়ান আহমদ রাফি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বৈষম্যহীন একটি সমাজই আমাদের স্বপ্নের বাংলাদেশ। বিপ্লব এখনো শেষ হয়নি, দেশ সংস্কারের জন্য এই বিপ্লবে জকিগঞ্জের তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানাই। সবাই মিলে এমন একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করি, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা, এবং সুযোগ সমানভাবে নিশ্চিত হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি অনুমোদন দেন। কমিটিতে আকতার হোসেনকে আহ্বায়ক, নুরুল ইসলামকে সদস্য সচিব, নাইম শেহজাদকে মুখ্য সংগঠক ও মালেকা খাতুন সারাকে মুখপাত্র করে ২৭২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ১২ জন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছে ১৭ জন। সংগঠক ১১ জন ও সদস্য হিসেবে রয়েছেন ২২৮ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন