শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সম্মেলন বাস্তবায়নে কানাইঘাটে প্রস্তুতি সভা

কানাইঘাট প্রতিনিধি :: 
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অদ্য (১ডিসেম্বর) বিকাল ৪ঘটিকায় সংগঠনের কানাইঘাট উপজেলা শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সহ-সভাপতি মাওলানা আবুল কালাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী'র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা উত্তর এর সভাপতি, বিশিষ্ট আয়কর আইনজীবী মাওলানা নিজাম উদ্দিন খাঁন। ৪নং সাতঁবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ত্যায়িব শামিম। 

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান। পরিবহন শ্রমিক ইউনিয়ন সড়কের বাজার আঞ্চলিক শাখার সভাপতি আরিফ উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম, কলিম উদ্দিন, সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ। মিনি পাওয়ার টিলার শ্রমিক ইউনিয়ন কানাইঘাট উপজেলা সভাপতি কাওসার আহমদ, সহ-সভাপতি বুরহান উদ্দিন। হোটেল শ্রমিক ইউনিয়ন কানাইঘাট উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ হাসান আহমদ। ৪নং সাতবাঁক ইউনিয়ন সভাপতি আবুল কালাম। ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়ন সাধারণ সম্পাদক মাকসুদ আলম, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক বিজয়। ৩নং দিঘির পার পূর্ব ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরুল আমিন, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,  প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন