গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে আর্থিক জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার পৃথক স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।
জানা যায়, মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য আইন ২০১৮ এর আইনে উপজেলার সদর ইউনিয়নের গীর্দ্দ গ্রামের রুহেল আহমেদ (৩২) কে ৫শত টাকা অর্থদন্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও গোলাপগঞ্জে বসবাসরত জৈন্তাপুরের শাকিল আহমদ (২০) কে ২শত টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। এসময় অভিযানে সহায়তা করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার নেতৃত্বে একদল পুলিশ।