বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের চন্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে বর্ণাঢ্য এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পারভেজ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, সংবর্ধিত অতিথি ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব রুহুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক সাদেক আহমদ চৌধুরী, স্কাই লেডিস ফ্যাশনের স্বত্বাধিকারী প্রবাসী নাসির উদ্দিন খান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুকিত আহমদ, ফুলমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল আহমদ, উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছর আহমদ, সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মন্তখা, লুৎফুর নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের গভর্নিং বডির সদস্য আব্দুল বাছিত চৌধুরী, বিদ্যালয় এসএমসির প্রাক্তন সহসভাপতি আব্দুর রহমান, আলীম উদ্দিন, মৌলভী মাহতাব উদ্দিন খাঁ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগতা রানী রায়।
২নং চারখাই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও বিদ্যালয়ের পিটিএ সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন কাতার প্রবাসী আহমদ হোসেন ও চন্দগ্রাম ফুটবল ক্লাব।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ এলাকার সর্বস্তরের সচেতন অভিভাবকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।