সীমান্তে নজরদারি ও গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের উদ্যোগ
জকিগঞ্জ প্রতিনিধি :: ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় চন্দ্র দাসের গ্রেফতার পরবর্তী দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে জকিগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে ও সমগ্র উপজেলায় সম্প্রীতি বজায় রাখার নিমিত্তে এক উপজেলা সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা সোমবার (২ ডিসেম্বর) বিকাল ৩টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অর্ণব দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, বিজিবির জকিগঞ্জ ক্যাম্প কামান্ডার মাজেদুল ইসলাম, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবুল হাসান, পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামির আমীর কাজী জালাল উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, পৌর জামায়াতের ইসলামির আমীর আবু রুশদ মো. ইকবাল, ইসলামি আন্দোলন জকিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাও. জয়নুল ইসলাম, পৌর খেলাফত মজলিসের সাবেক সভাপতি আহমদ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সাংবাদিক রিপন আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদ, পৌর বিএনপি নেতা মুনিম আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুলহাস সুজন, ডেইলি জকিগঞ্জ নিউজ পোর্টালের সম্পাদক মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন জকিগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম মুতাসিম বিল্লাহ, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট অফিসার ফেরদৌস জামান সিদ্দিকী, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সৈয়দ জহিরুল ইসলাম, উপজেলা আনসার-বিডিবির ইন্সট্রাক্টর বিজয় দেব নাথ, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফয়জুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ প্রমুখ।
সভায় দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জকিগঞ্জের সর্বস্তরের নেতৃবৃন্দকে আহবান জানানো হয় পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়ানোর ব্যাপারে তাগিদ দেয়া হয়।
সভায় বক্তারা বলেন, জকিগঞ্জ উপজেলায় যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে আসছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে কোন স্বার্থান্বেষী মহল বা দুষ্কৃতিকারী যেন এই ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
এছাড়া সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় সকল ধর্মের মানুষের উপস্থিতিতে ধর্মীয় বন্ধন সুদৃঢ় করতে সভা-সমাবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে ধর্মীয় বিভাজন যাতে করে কেউ করতে না পারে এজন্য থানা পুলিশকে সার্বিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম নির্দেশনা প্রদান করেন।