বিশ্বনাথে লজ্জাতুন্নেছা হাই স্কুলের রুবি জয়ন্তীর রেজিস্ট্রেশন শুরু


বিশ্বনাথ প্রতিনিধি
'রুবি জয়ন্তীতে চলো যাই শৈশবে স্মৃতির টানে' শ্লোগানে সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে রুবি জয়ন্তীতে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে কেক কেটে ও পরে বেলুন উড়িয়ে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রুবি জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মো. মকব্বির আলীর সভাপতিত্বে শিক্ষার্থী জান্নাতুল তাশকিয়া মাইশার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী, যুক্তরাজ্য প্রবাসী রেদওয়ান আহমদ সুহেল (অডিওকলে বক্তব্য রাখেন), ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলশী কুমার সাহা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি গোলাম রব হাছনু।

আরও বক্তব্য রাখেন রুবি জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, প্রাক্তন শিক্ষার্থী শাহজাহান সজীব।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী আবু বকর ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রুবি জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মোস্তাক আহমদ রুহেল।

পরে, রুবি জয়ন্তী অনুষ্ঠানের প্রচার-প্রচারণার অংশ হিসেবে বর্ণাঢ্য র‍্যালী ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন