জকিগঞ্জে জামায়াতের সেক্রেটারিকে নিয়ে জমিয়ত নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা

জকিগঞ্জ প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে সাবেক ছাত্র জমিয়ত নেতা ফুযায়েল আহমদ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ছরওয়ার হোসেনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা জালাল উদ্দীন।

তিনি বলেন, বিগত জুলাই বিপ্লবের সময় সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে একটি সেমিনারে 'মুসলিম যুবসমাজ' নামক একটি সংগঠন ছাত্র-জনতার আন্দোলনকে সন্ত্রাসী ও জঙ্গী আন্দোলন বলে আখ্যায়িত করেছিল এবং ইদানীং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একই সংগঠন ফ্যাসিস্টদের সহযোগিতায় জকিগঞ্জে আরেকটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। বিষয়টি নিয়ে উপজেলা সেক্রেটারি ছরওয়ার হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন।

এই পোস্ট কেন্দ্র করে সাবেক ছাত্র জমিয়ত নেতা ফুযায়েল আহমদ প্রবাস থেকে একটি ভিডিও বার্তায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ছরওয়ার হোসেনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং জামায়াত নেতাদের নিয়ে বিভিন্ন মিথ্যা অপবাদ রটনা করেন, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা জালাল উদ্দীন আরও বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে সবচেয়ে বেশি যুলুম-নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা জাতির কাছে সুস্পষ্ট। শেষ পর্যন্ত ফ্যাসিস্ট সরকার ছাত্র-জনতার আন্দোলনকে ভিন্ন দিকে মোড় দেয়ার জন্য জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল, সেটাও জাতির কাছে সুস্পষ্ট।

মাওলানা জালাল উদ্দীন রাজনৈতিক সম্প্রীতির জকিগঞ্জকে অশান্ত না করার জন্য সর্বমহলের প্রতি আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন