জকিগঞ্জ প্রতিনিধি : "দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জকিগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস। এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টার সময় জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সহায়তায় ও জকিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকরাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক।
কবি এমএ ফাত্তাহ ও সাইফুর রহমান স্বীপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাংবাদিক এনামুল হক মুন্না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সংগঠক রেদওয়ান আহমদ রাফি, ছাত্র প্রতিনিধি ওয়াসিম আকরাম।
সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ এর অভীষ্টের মূল কারিগর তরুণ প্রজন্ম। নজীরবিহীন রক্ত ও বহুমাত্রিক ত্যাগের বিনিময়ে সূচীত রাষ্ট্রসংস্কার ও নতুন রাজনৈতিক সমঝোতার অন্যতম লক্ষ্য হিসেবে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনকে জোরদার করতে হবে। সরকার, রাজনৈতিক দল ও সকল অংশীজনের কাছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন ‘নতুন বাংলাদেশ’ গড়ার উপযোগী রাষ্ট্রকাঠামো ও পরিবেশ তৈরি করা যা নিশ্চিত করতে দুর্নীতি নির্মূল অপরিহার্য।