সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টির মূল কারণ হিসেবে কাজ করবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সোমবার (১৬ ডিসেম্বর) দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা ভারতের ওডিশা উপকূলে গঠিত হলে বাংলাদেশের আবহাওয়ায় প্রভাব ফেলবে।
লঘুচাপের কারণে উপকূলীয় এলাকার পাশাপাশি সিলেট বিভাগেও বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টি শুরু হয়ে শনিবারে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে বা বৃষ্টি হতে পারে।
বৃষ্টির আগে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
তবে, বৃষ্টির বিষয়টি আগামী বুধবার অনেকটা নিশ্চিত করে বলা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।