প্রথমবার বৃত্তি পরীক্ষা আয়োজন করে চমক দেখাল ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট

দুই উপজেলার অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী পুরস্কৃত
জকিগঞ্জ প্রতিনিধি : প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা আয়োজন করে রীতিমতো চমক সৃষ্টি করেছে 'ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট।' ১০ কোটি টাকার তহবিল নিয়ে শুরু হওয়া এই ট্রাস্ট জকিগঞ্জ-কানাইঘাট এই দুই উপজেলার মানুষের শিক্ষা ও সমাজ উন্নয়নের লক্ষে কাজ করছে। ট্রাস্টের উদ্যোগে দুই উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে গতকাল (১৫ ডিসেম্বর) জকিগঞ্জের ঐতিহ্যবাহী মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত প্রথম দিনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় জকিগঞ্জ উপজেলার ৪৬ টি ও কানাইঘাট উপজেলার ২৩ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ১১৩৮ জন শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। এ পরীক্ষায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ট্রাস্টের পক্ষ থেকে স্কুল ব্যাগ, কলম, খাবার এবং অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। যেটাকে ব্যাতিক্রমি অনন্য নজির বলছেন পরীক্ষা কেন্দ্রের বাহিরে অবস্থানরত অভিভাবকরা।

চলতি মাসের ১৫ ও ১৭ তারিখে আয়োজিত পরীক্ষার মাধ্যমে ২১০০ জন শিক্ষার্থী থেকে বাছাই করে তিনটি গ্রেডে ৫০০টি বৃত্তি প্রদান করা হবে। বৃত্তির অর্থ হিসেবে মেধা গ্রেডে ২,৫০০/- টাকা, প্রথম গ্রেডে ২,০০০/- টাকা এবং সাধারণ গ্রেডে ১,৫০০ টাকা এককালীন প্রদান করা হবে। প্রতিটি শিক্ষার্থী সনদপত্রও পাবে। বৃত্তি বিতরণ অনুষ্ঠান আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।
এই কার্যক্রমের তথ্য দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে গতকাল দুপুর ১২টায় সিলেটের জকিগঞ্জে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় ট্রাস্টের সচিব মোঃ শাব্বির আহমদ উপস্থিত সাংবাদিকদের সামনে 'ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট' এবং বৃত্তি কার্যক্রমের মূল উদ্দেশ্য, সামাজিক ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।

তিনি বলেন, "এই বৃত্তি কার্যক্রম মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে, তাদের প্রতিভা বিকাশে সহায়তা করবে এবং তাদের উচ্চ শিক্ষার অভিযাত্রাকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি, এটি এলাকার শিক্ষার প্রসারে ট্রাস্টকে একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করবে।"

উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সহ-সভাপতি, ট্রাস্ট প্রতিষ্ঠাতা ফাহিম আল ইসহাক চৌধুরীর বড় ভাই এটিএম সেলিম চৌধুরী। উপস্থিত ছিলেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি ও ট্রাস্টের সচিব শাব্বীর আহমদ, ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের সহ সভাপতি সমাজসেবী এটিএম সেলিম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহিউদ্দীন হায়দার, জকিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র সভাপতি আব্দুস শহীদ তাপাদার, সমাজসেবী ফয়জুল ইসলাম চৌধুরী ও তোফায়েল আহমদ চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিগন । এ সময় সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন ট্রাস্টের সচিব ও সিনিয়র কর্মকর্তাগণ।

শিক্ষার প্রসার, দারিদ্র্য বিমোচন এবং মানবিক সেবার মাধ্যমে জকিগঞ্জ- কানাইঘাটের সর্বসাধারণের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে 'ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট' নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই উদ্যোগ এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে।

মতবিনিময় সভায় শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। 'ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট'-এর পক্ষ থেকে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ট্রাস্ট কর্তৃপক্ষ তাদের আশা প্রকাশ করেন যে, গণমাধ্যম কর্মীরা ট্রাস্টের উদ্দেশ্য, কার্যক্রম এবং অবদানের কথা ইতিবাচকভাবে দেশ- বিদেশের মানুষের কাছে তুলে ধরবেন। এতে ট্রাস্টের ভবিষ্যৎ কর্মকাণ্ড। আরও গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবীনতর পূর্বতন