ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে বরশি দিয়ে মাছ শিকার করতে গিয়ে পানিতে পড়ে সমছু মিয়া (৫৫) নামের এক সৌখিন মৎস্য শিকারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাকুড়াখালে এ দূর্ঘটনা ঘটে। নিহত সমছু মিয়া ছাতকের কালারুকা ইউনিয়নের কাজীহাটা নোয়াগাঁও গ্রামের জফির আলীর ছেলে।
জানা যায়, এই সময়ে উপজেলার সুরমা নদী, বটেরখাল, কাকুড়াখালসহ বিভিন্ন স্থানে বরশি দিয়ে মাছ শিকার করছেন সৌখিন মানুষজন। দিন-রাত সমানতালে সৌখিন মানুষরা বরশি দিয়ে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন। তাদের ন্যায় মঙ্গলবার বিকেলে গ্রাম সংলগ্ন পশ্চিম দিকে কাকুড়া খালে মাছ শিকারের জন্য বরশি নিয়ে যান সৌখিন সমছু মিয়া। সন্ধ্যার পর পরিবারের লোকজন তাকে খোঁজতে দেখেন মাছ শিকারের স্থানে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। বিষয়টি স্বীকার করেছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান।