রাজনগরে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময়

রাজনগর প্রতিনিধি
  : 
মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত রাজনগর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা।

সোমবার সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি শংকর দুলাল দেব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, প্রচার-প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, সদস্য কামরুল আহমদ, কামরান আহমদ, মুহাম্মদ গৌছুজ্জামান ও জুয়েল আহমদ সহ উপজেলার কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

পশুরাম উপজেলা থেকে বদলি হয়ে রাজনগর আসা ইউএনও আফরোজা হাবিব শাপলা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আপনাদের লেখনির মাধ্যমে সমাজের ও দেশের উপকার হয়। আমি রাজনগরে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের কোনো প্রয়োজনে আমাকে স্বরণ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন