জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

জকিগঞ্জ প্রতিনিধি
:: 
জকিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় শাহীন আহমদ নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহীন আহমদ জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি।

শনিবার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শরীফগঞ্জ বাজার থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না।

ওসি জানান, শাহিন আহমেদ শামীমের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। রবিবার (২২ ডিসেম্বর) তাঁকে আদালতে হাজির করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন