বিশ্বনাথ জুড়ে চুরির হিড়িক

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে চুরির হিড়িক পড়েছে। এবার এক কৃষকের ৫টি গরু নিয়ে গেছে চোর। বুধবার (১১ ডিসেম্বর) রাতে বিশ্বনাথ পৌরসভার হরিকলস গ্রামের তালুকদার বাড়ির কৃষক হারুন মিয়ার গরুগুলো নিয়ে যায় চোর। গরুগুলোর বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, বুধবার রাতে বিদ্যুতের ঘনঘন লোড শেডিংয়ের কারণে কৃষক হারুন মিয়া নিজেই ঘরের বারান্দায় বসে গরুগুলো পাহারা দিচ্ছিলেন। তবে, চোরেরা সুযোগের অপেক্ষায় ছিল। রাতের কোনো এক সময়ে হারুন মিয়া ঘুমিয়ে পড়লে গরুর ঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায় চোরেরা। সকালে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি টের পান তিনি। চুরি হওয়া গরুগুলোর মধ্যে ছিল ১টি ষাঁড়, ৪টি গাভী এবং ১টি বাছুর।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী কৃষক হারুন মিয়া।

বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘পুলিশ ঘটনাটি তদন্ত করছে’।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন