জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জ উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণকে সাধুবাদ জানিয়েছেন সচেতন সমাজ। পৌষ প্রখরে শীতে জর্জর, ঝিল্লিমুখর রাতি নিদ্রিত পুরী, নির্জন ঘর, নির্বাণদীপ বাতি। কবি ঠাকুরের সেই শীতে জর্জর নিদ্রিত বেধে পল্লীতে ঘুরে অসহায় ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোঁটাতে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জের উপজেলা হ্যালিপ্যাডে অবস্থানরত বেধে সম্প্রদায়ের ছিন্নমূল মানুষের মাঝে সরেজমিন উপস্থিত হয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। জকিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম নিজে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত প্রমুখ।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম বলেন, তীব্র শীতে ছিন্নমূল এই ভাসমান মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আমরা এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করেছি। শীতার্ত মানুষের পাশে দাড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের কর্তব্য। আসুন আমরা এগিয়ে আসি, তীব্র শীতে অসহায় মানুষের পাশে থাকি।