বারভিডার সাবেক চেয়ারম্যান এমএ হামিদ শরীফের ইন্তেকাল : দাফন সম্পন্ন

রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও বারভিডার সাবেক চেয়ারম্যান শিল্পপতি আব্দুল হামিদ শরীফ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ইসলামী হাসপাতালে হার্ট এ্যাটাকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

আব্দুল হামিদ শরীফ জকিগঞ্জের বিশিষ্ট শিল্পপতি সুলতানপুর ইউনিয়নের হাজারীচক গ্রামের মরহুম এম এ মান্নান (চাক্কা মান্নান) এর বড় ছেলে। এছাড়াও তিনি অসংখ্য সমাজসেবা মূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।

শুক্রবার বাদ জুম্মা থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী। জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মরহুমের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার ও মরহুমের ছোট ভাই আব্দুশ শহীদ। জানাযায় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহন করে। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন