সিলেট-ঢাকা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত


সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের আমতলী-বারঘরিয়া এলাকায়।

এ ঘটনায় নিহতদের মধ্যে তিনজন মাইক্রোবাসের যাত্রী এবং একজন মাইক্রোবাস চালক ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মানিক মিয়ার শিশুমেয়ে রাইছা (১১ মাস), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাতমন্ডল এলাকার ফজিলাতুন্নেছা (৭৫), মাইক্রোবাস চালক পাভেল মিয়া (৩০) এবং বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের রিয়াদ মিয়া (৪০)।

স্থানীয় ও হাইওয়ে পুলিশের সূত্র মতে, ফজিলাতুন্নেছা তার আত্মীয়দের সঙ্গে মঙ্গলবার রাতে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। তারা ঢাকা শহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। মাইক্রোবাসটি সকাল সাড়ে ৬টার দিকে বিজয়নগর উপজেলার আমতলী-বারঘরিয়া এলাকায় পৌঁছালে একটি রেজিস্ট্রেশনবিহীন বালুবাহী ট্রাক পিকআপের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই রাইছা ও রিয়াদ মারা যান। ফজিলাতুন্নেছা ও পাভেল মিয়াকে আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফজিলাতুন্নেছা এবং পরে পাভেল মারা যান।

এই দুর্ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিলেট ওসমানী হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান হাইওয়ে থানার ওসি।

সবুজ প্রান্ত/ উবেদুল্লাহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন