জকিগঞ্জে বিশিষ্ট আলেম মাও. শফিকুল হকের ইন্তেকাল : দাফন সম্পন্ন

জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জ পৌরসভার কেছরি গ্রামের তরুন আলেম মাওলানা আইনুল হক ক্বাসেমীর পিতা, মাওলানা শফিকুল হক মঙ্গলবার সকাল ৭ টার সময় সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।  তিনি দীর্ঘদিন হাড়ের ক্ষয়জনিত রোগে আক্রান্ত ছিলেন। মরহুমকে মঙ্গলবার বাদ আসর জকিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে কেছরি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মুফতি আইনুল হক ক্বাসেমী।জানাযায় বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করে। 


জানাযা পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবুল হাসান,  জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ,  সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, মাইজকান্দি মাদ্রাসার সাবেক মুহতামিম ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি শায়খ আব্দুল মুছব্বির প্রমুখ।

উল্লেখ্য, মাওলানা শফিকুল হক একজন প্রখ্যাত আলেম ছিলেন। তিনি বিভিন্ন কওমী মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। তিনি জকিগঞ্জের জামেয়া ছায়ীদিয়া মাইজকান্দি মাদ্রাসার দীর্ঘদিন মুহতামিমের দায়িত্ব পালন করেন। তাছাড়া খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলার সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন