দোয়ারাবাজার প্রতিনিধিঃ
"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ " স্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজারে বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামন থেকে ৫৩তম সমবায় দিবস উপলক্ষে একটা বর্ণিল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়াম মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও সমবায অফিসের যৌথ আয়োজনে উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মো.মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে, হৃদয় দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা বিআরডিবির কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহীনূর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়ব্রাত নাগ, দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)শামসুদ্দীন খান।
সভায় বক্তারা সমবায়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন সমবায় সমিতির মাধ্যমে দেশকে স্বনির্ভর করা সম্ভব। নিজেদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সমবায়ের গুরুত্ব অপরিসীম। সমবায় সমিতির ইতিহাস প্রায় মানবসভ্যতার ইতিহাসের মতই প্রাচীন। বর্তমানের সমবায় সমিতির সাংগঠনিক রূপটি প্রতিষ্ঠিত হয় ইউরোপের শিল্পবিপ্লবের কিছু পূর্বেই। সমবায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে সম্মিলিতভাবে সকলের কল্যাণ হয়।৫৩তম জাতীয় সমবায় দিবস আজ। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।