জকিগঞ্জের মাইজকান্দি মাদ্রাসার সাবেক মুহতামিম মাও. শফিকুল হকের ইন্তেকাল


জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জ পৌরসভার কেছরি গ্রামের তরুন আলেম মাওলানা আইনুল হক ক্বাসেমীর পিতা, মাওলানা শফিকুল হক আজ সকাল ৭ টার সময় সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাযার নামাজ আজ বাদ আসর জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, মাওলানা শফিকুল হক দীর্ঘদিন থেকে হাড়ের ক্ষয়জনিত রোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন পূর্বে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জকিগঞ্জের জামেয়া ছায়ীদিয়া মাইজকান্দি মাদ্রাসার দীর্ঘদিন মুহতামিমের দায়িত্ব পালন করেন। তাছাড়া খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলার সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন