জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামে শুক্রবার গভীর রাতে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় ট্রাক্টর চালক আবুল কালামের বাড়ির গোয়াল ঘরের তালা কেটে চোরেরা ৫টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে ৩টি লাল গাভী, ১টি সাদা ষাঁড়, এবং একটি লাল রঙের ১৫ থেকে ২০ দিনের বাছুর ছিল।
শনিবার ভোরে, আবুল কালামের স্ত্রী গোয়াল ঘরের দরজার তালা কাটা দেখতে পান এবং পরিবারের সবাইকে খবর দেন। পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে গোয়াল ঘরে থাকা গরুগুলো শূন্য অবস্থায় দেখতে পান।
আবুল কালামের ছেলে মেহেদী হাসান জানান, শুক্রবার রাত ১টার দিকে বাজার থেকে এসে তিনি দেখেন, গোয়াল ঘরে গরুগুলো নিরাপদে রয়েছে। কিন্তু পরদিন সকালে তার মা ঘুম থেকে উঠে গোয়াল ঘরের তালা কাটা এবং গরুগুলোর অনুপস্থিতি লক্ষ্য করেন।
গরু চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গরু চুরির এমন ঘটনায় এলাকার কৃষি নির্ভর পরিবারগুলোতে আতঙ্ক বিরাজ করছে। এলাকার মানুষ তাদের গরুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।