ফুলতলী মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল খালিকের ইন্তেকাল : দাফন সম্পন্ন


জকিগঞ্জের ঐতিহ্যবাহী বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাও. আব্দুল খালিক (৬৪) শনিবার সকাল ৮টা ২০ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও হাজার হাজার ছাত্রদের রেখে গেছেন। শনিবার বাদ আসর  মুন্সিপাড়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের চাচাতো ভাই মাও. আব্দুল মজিদ। জানাযা শেষে উপস্থিত মুসল্লিদের নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। 

জানাজায় অংশগ্রহণ করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) এর সুযোগ্য নাতি মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান, ফুলতলী কামিল (এম.এ) কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহিম, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, চান্দগ্রাম ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী সহ  উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
নবীনতর পূর্বতন