ছবি: তাপসী তাবাসসুম ঊর্মি |
ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মি মানহানির মামলায় জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম ইমরান আহম্মেদ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এদিন সকালে তাপসী তাবাসসুম ঊর্মি তার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। মামলার বাদী পক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। তবে বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে।
মামলার বাদী, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, অভিযোগ করেন যে এই পোস্ট শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের ‘অপমানিত’ করেছে এবং বাদীকে ‘ব্যথিত ও অপমানিত’ করেছে।
তাপসী তাবাসসুম উর্মির বিতর্কিত পোস্টের পরপরই তাকে লালমনিরহাট থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয় জানায়, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মামলার আবেদন অনুযায়ী, ফেসবুক পোস্টে তিনি সরকারের দায়িত্বশীল পদে থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, “সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।" এই মন্তব্য জনমনে ভীতি সৃষ্টি করেছে বলে মামলার বাদী দাবি করেন।
গত ৮ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবু হানিফ মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে সমন জারি করেন এবং ২৮ নভেম্বর শুনানির দিন ধার্য করেন।