ক্বিরা'আতুল কুরআন পরিষদ সিলেট এর উদ্যোগে আগামী ১০ই ডিসেম্বর ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কিরাত সম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষে গতকাল (৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে মবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ মওদুদ আহমদ আদিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ রুম্মান আহমদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ হাফিজ জুবেল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ্ব খাজা মইনুদ্দিন আহম্মদ জালালাবাদী, দৈনিক পণ্যভূমি পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট এর সভাপতি ও পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ সুলতান এন্ড লতিবুল নেসা ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব দুরূদ মোহাম্মদ, সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক কাজী আব্দুল জলিল খান, শেখ ফজিলাতুন্নেছা ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালি, বিশিষ্ট সমাজসেবক আশরাফ আলী খান, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক মাওলানা আবু সাঈদ সেলিম, শাহজালাল (রহঃ) ভক্তবৃন্দ পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আরিফ আহমদ, বিশিষ্ট লেখক মাওলানা মাসুম আহমদ দুধরচকী।
পরিষদের সহ-সাধারণ সম্পাদক ক্বারী সৈয়দ মাহমুদ আহমদ এর তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রুম্মান আহমদ চৌধুরী, সহ-সভাপতি জনাব ফাহিমুজ্জামান, খাইরুজ্জামান চৌধুরী, জাহাঙ্গীর আলম মুজাহিদ, মাওলানা আব্দুল মালিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জুয়েল আহমদ, জামাল আহমদ, আমিনুল ইসলাম লায়েক, সহ-সম্পাদক নাছরু আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, অফিস সম্পাদক ইমানুর রহমান, আলমগীর হোসেন, ইসমাইল আহমদ তালুকদার, সৈয়দ নুরুল মুত্তাকিন, হাফিজ রুমেল আহমদ, বায়োজিদ চৌধুরী, সাঈদ আহমদ সহ প্রমুখ।