যুক্তরাষ্ট্র খেলাফত মজলিসের মিশিগান স্টেইটে শাখা গঠনের লক্ষ্যে গত শনিবার (১৬ নভেম্বর) এক সাধারণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে সফররত খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।
স্থানীয় খেলাফত মজলিস নেতা ফারুক আহমদের সভাপতিত্বে ও মাওলানা মুহিউদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখার বায়তুল মাল সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী সুহেল ও নিউইয়র্ক শাখার সভাপতি মাওলানা হামিদুর রহমান আশরাফ।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা মুহিউদ্দিনকে সভাপতি ও মতিউর রহমান ফখরুকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, উপদেষ্টা ক্বারী মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা হারুনুর রশীদ, সাদিক আহমদ, ফারুক আহমদ সহ সভাপতি মাহবুবুল করিম আফসার, মুফতী আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আরিফ আহমদ কাওসার, প্রচার সম্পাদক আমিনুল হক হেলাল, দাওয়াহ সম্পাদক জাহেদুল ইসলাম মারুফ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রকাশনা সম্পাদক- আহমদ কামাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- জাকির আহমদ।