![]() |
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘ ১২ বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ নিয়ে গর্ব প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকার সেনাকুঞ্জে অনুষ্ঠিত এই সংবর্ধনায় যোগ দিয়ে ড. ইউনূস তার বক্তব্যে বলেন,
" শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি। "
বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে যাত্রা করে বিকেল পৌনে ৪টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান বেগম খালেদা জিয়া। এ সফর তার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১০ সালের ১৩ নভেম্বর তাকে তার পরিবারের দীর্ঘ ৪০ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হয়েছিল। সেই সেনানিবাসেই প্রায় এক যুগ পর এই অনুষ্ঠানে যোগ দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বেগম জিয়া তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও বিশেষ এই দিনে অংশগ্রহণের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করেছেন দেশের প্রতি তার অটুট দায়িত্ববোধ।
ড. ইউনূস বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।