কানাইঘাটে গ্রুপিং রাজনীতির বলি ছাত্রদল কর্মী

কানাইঘাটে গ্রুপিং রাজনীতির বলি ছাত্রদল কর্মী
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে সোমবার বিকাল ৫ টার দিকে আব্দুল মোমিন সরকার (২৫) নামের এক ছাত্রদল কর্মী খুন হয়েছেন। তিনি কানাইঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। নিহত আব্দুল মুমিন কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।


কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কানাইঘাটে এক ছাত্রদল কর্মী খুন হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন