জকিগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড : লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

জকিগঞ্জ প্রতিনিধি : 
জকিগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাত সাড়ে ১২ টায় কাজলসার ইউনিয়নের আটগ্রাম নালুহাটি গ্রামে কুতুব উদ্দীনের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। কিন্তু কুতুব উদ্দিনের দাবি কেউ শত্রুতার জেরে আগুন লাগিয়েছে। অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়দের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে, পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।


অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত কুতুব উদ্দিন জানান, ‘‘তার একমাত্র সম্বল দোকানটি পুড়ে যাওয়ায় তিনি নিঃস্ব। দোকানের পাশেই তাঁর ছোট বসত ঘর ও গোয়াল ঘর পুড়ে গেছে। দোকানে থাকা প্রায় লক্ষ টাকার মালামাল সহ ক্যাশ পনেরো হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন