জকিগঞ্জে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণ করে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় স্মরণ সভা আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা আনসার-বিডিপি প্রশিক্ষক বিজয় বাবু , উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সমরেন্দ্র , উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক দেলোয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক কেএম মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ওয়াসিম আকরাম ও সাজু আহমদ প্রমুখ।
সভায় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সম্মানে যথাযোগ্য মর্যাদায় স্মরণ সভা বাস্তবাযনের লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং আগামী ২৬ নভেম্বর মঙ্গলবার জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।