ক্বিরা'আতুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে আগামী ১০ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সফলের লক্ষ্যে পরিষদের সম্মানিত উপদেষ্টাবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৭ নভেম্বর ২০২৪ সিলেটের হোটেল গার্ডেন ইন-এ পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ মওদুদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ রুম্মান আহমদ চৌধুরী এর উপস্থাপনায় সূচিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাহে হযরত শাহজালাল (রহঃ) এর মোতাওয়াল্লী সরেকৌম ফতেহ উল্লাহ আল আমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সম্মানিত উপদেষ্টা শিল্পপতি আলহাজ কাপ্তান হোসেন, উপদেষ্টা আলহাজ্ব আলী হাসান শাহীন, শিক্ষাবিদ এবং ব্যবসায়ী মাহবুবুল আলম মিলন, আলী ফজল মোঃ কাউসার, কাজী আরিফ আহমেদ চৌধুরী।
বক্তব্য রাখেন সহ-সভাপতি ফাহিমুজ্জামান, জাহাঙ্গীর আলম মুজাহিদ, জুয়েল আহমদ, জামাল আহমদ, আমিরুল ইসলাম লায়েক, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ আহমদ, মুহাইমিন আহমদ বাবলু, অর্থ সম্পাদক জুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আমিন, প্রচার সম্পাদক কারী ইসমাইল হোসেন, অফিস সম্পাদক আনুর রহমান, সহ অফিস সম্পাদক বায়োজিদ চৌধুরী, নির্বাহী সদস্য এইচ.এম কাওছার আহমদ,সহ প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ নুরুল মুত্তাকিন প্রমুখ।